Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুন ২০২৪

শেষ হলো জাতীয় ফল মেলা


প্রকাশন তারিখ : 2024-06-08

'ফলে পুষ্টি অর্থ বেশি-স্মার্ট কৃষির বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে শেষ হলো জাতীয় ফল মেলা।

শনিবার (৮ জুন) বিকেলে বিএআরসি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শেষ হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। 

গত বৃহস্পতিবার (৬ জুন) কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়।

ওইদিন সকাল ১০টায় কেআইবি চত্বরে জাতীয় ফল মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। ফল মেলায় ৮টি সরকারি ও ৫৫টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব বয়সী মানুষের জন্য মেলা উন্মুক্ত ছিল।